প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে আজ সুদানের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ডাকা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন। বৈঠকে বিদেশ মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত এবং অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সুদানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সেখানকার পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট তাঁকে দেওয়া হয়। ঐ রিপোর্টে সুদানে থাকা ৩ হাজারেরও বেশি ভারতীয় নাগরিকের নিরাপত্তার বিষয়টিকে তুলে ধরা হয়।
বৈঠকে গত সপ্তাহে সেখানে বুলেট আক্রমণে এক ভারতীয়র নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সমস্ত আধিকারিকদের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেন এবং সুদানে থাকা ভারতীয়দের নিরাপত্তা পর্যালোচনা ও তাঁদের সম্ভাব্য সবরকম সহায়তা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেন। আপৎকালীন পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপদে দেশে দ্রুত ফিরিয়ে আনার বিষয়টিও খতিয়ে দেখতে বলেন শ্রী মোদী।
ঐ অঞ্চলে প্রতিবেশী দেশগুলি এবং সুদানে থাকা ভারতীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী।