বন্যপ্রাণ ও বন্যপ্রাণী সম্পর্কে জনসাধারণের উৎসাহ ও উদ্দীপনায় মুগ্ধ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ সম্পর্কে নাগরিকদের বেশ কয়েকটি ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর মতও ব্যক্ত করেছেন। যেমন, বন্দিপুর টাইগার রিজার্ভ-এ প্রধানমন্ত্রীর গতকালের সফর সম্পর্কে এক ট্যুইট বার্তায় পরশুরাম এমজি মন্তব্য করেছিলেন যে হাতিরা সেখানে প্রধানমন্ত্রীকে শুঁড় তুলে আশীর্বাদ করেছে। এর উত্তরে শ্রী মোদী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন :
Yes it was special indeed. https://t.co/2QcEOf6F9D
— Narendra Modi (@narendramodi) April 10, 2023
“হ্যাঁ সত্যিই তো। এ ছিল এক বিশেষ মুহূর্ত।”
আবার, দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্ক দেখতে যাওয়ায় প্রিয়াঙ্কা গোয়েলের উৎসাহের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন :
“খুবই ভাল প্রচেষ্টা। ভারতে রয়েছে গাছপালা ও বন্যপ্রাণীর এক অবিশ্বাস্য সমারোহ। জনসাধারণ তা থেকে আরও অনেক কিছু খুঁজে নেওয়ার সুযোগ পাবেন বলেই আমার বিশ্বাস।”
Good. India’s floral and faunal diversity is incredible, and I hope people get the opportunity to discover more of this. https://t.co/AIKOrQoFUz
— Narendra Modi (@narendramodi) April 10, 2023
গতকালের সফর সম্পর্কে প্রধানমন্ত্রী কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন।
Yes, here are some more pictures from yesterday. Was an amazing experience. https://t.co/ibJnjmCsRr pic.twitter.com/YcguPyUzMt
— Narendra Modi (@narendramodi) April 10, 2023