ভারতে জাপানি দূতাবাস ‘মন কি বাত’-এর শততম পর্ব নিয়ে ট্যুইট করেছে। শুভেচ্ছা জানিয়ে দূতাবাস ‘মন কি বাত : আ সোশ্যাল রেভোলিউশন অন রেডিও’ নামে বইটির মুখবন্ধে প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে-র বার্তা তুলে ধরেছে।
দূতাবাস ‘মন কি বাত’-এর ৮৯তম পর্বেরও উল্লেখ করেছে যেখানে প্রধানমন্ত্রী মোদী জাপানি শিল্পী যাঁরা এশিয়ার দেশগুলিতে মহাভারত এবং রামায়ণ মঞ্চস্থ করেন তাঁদের উল্লেখ করে ভারত-জাপান সাংস্কৃতিক মৈত্রীর প্রশংসা করেছেন।
ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেছেন :
“আপনাদের শুভেচ্ছার জন্য এবং আমার বন্ধু প্রয়াত শ্রী শিনজো আবে-কে স্মরণ করার জন্য ধন্যবাদ।”
Thank you for the kind words and for also remembering my friend, late Mr. Shinzo Abe. #MannKiBaat https://t.co/qmf4hNvfVv
— Narendra Modi (@narendramodi) May 3, 2023