প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী সংগ্রহালয়, ফাইভ-জি’র সূচনা, আহমেদাবাদ মেট্রো এবং অম্বাজীর সংস্কার নিয়ে জনগণের মন্তব্যের জবাব দিলেন।
প্রধানমন্ত্রী সংগ্রহালয় বিষয়ে তিনি বলেন, জেনে আনন্দিত https://t.co/9GKW4qib2S
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
আহমেদাবাদ মেট্রো পরিস্থিতি বদলে দেবে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি আনন্দিত। মেট্রো আহমেদাবাদের পরিস্থিতি বদলে দেবে। https://t.co/ReHproT80F
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
ফাইভ-জি উদ্যোগ নিয়ে এক মায়ের আনন্দ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আপনার মা’কে আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর এই স্নেহ পেয়ে আমি কৃতজ্ঞ। https://t.co/ReHproT80F
— Narendra Modi (@narendramodi) October 2, 2022
অম্বাজীতে আরও পর্যটক ও ভক্তদের আহ্বান জানিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে এখানে দারুন কাজ হয়েছে। এর মধ্যে রয়েছে ৫১ শক্তিপীঠের একটি মন্দির এবং গব্বর তীর্থ। স্বচ্ছতার উপরও এখানে বিশেষ জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে অম্বাজীতে অভাবনীয় কাজ হয়েছে। এখানে ৫১ শক্তিপীঠের অন্যতম একটি মন্দির এবং গব্বর তীর্থ। আমি আরও ভক্ত ও পর্যটকদের এখানে আসার আহ্বান জানাই। https://t.co/1JPxfK1Ga8
— Narendra Modi (@narendramodi) October 2, 2022