প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশভাগের সময় যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের স্মরণ করেছেন। দেশ আজ “বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস” পালন করছে। শ্রী মোদী তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। যাঁরা বাস্তুচ্যুত হয়েছিলেন তাঁদের সংগ্রামের কথা স্মরণ করেছেন।
একটি ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;
“বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস সেইসব ভারতবাসীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন, দেশভাগের ফলে যাঁদের জীবন বিসর্জন দিতে হয়েছে। এই সঙ্গেই এই দিনটি সেইসব মানুষের কষ্ট ও সংগ্রামের কথাও মনে করায়, যাঁদের বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়তে হয়েছে। এই সকল মানুষের প্রতি আমার শত শত প্রণাম।”
विभाजन विभीषिका स्मृति दिवस उन भारतवासियों को श्रद्धापूर्वक स्मरण करने का अवसर है, जिनका जीवन देश के बंटवारे की बलि चढ़ गया। इसके साथ ही यह दिन उन लोगों के कष्ट और संघर्ष की भी याद दिलाता है, जिन्हें विस्थापन का दंश झेलने को मजबूर होना पड़ा। ऐसे सभी लोगों को मेरा शत-शत नमन।
— Narendra Modi (@narendramodi) August 14, 2023