Remembering the courageous Shyamji Krishna Varma on his Punya Tithi. Every Indian is proud of his monumental contribution to our freedom struggle. To be able to bring back his ashes from Geneva in 2003 will remain among the most special moments of my life. pic.twitter.com/RzBr41aIa1
— Narendra Modi (@narendramodi) March 30, 2022
Published By : Admin |
March 30, 2022 | 09:50 IST
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্যামজি কৃষ্ণ বর্মার প্রয়াণ বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে শ্যামজী কৃষ্ণ বর্মার অসামান্য অবদানের জন্য প্রতিটি ভারতবাসী গর্বিত। এই প্রসঙ্গে তিনি জেনিভা থেকে ২০০৩ সালে এই মহান স্বাধীনতা সংগ্রামীর চিতাভষ্ম দেশে ফিরিয়ে আনার ঘটনাও স্মরণ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“অসমসাহসী শ্যামজি কৃষ্ণ বর্মাকে তাঁর প্রয়াণবার্ষিকীতে স্মরণ করছি। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানের জন্য প্রতিটি ভারতীয় গর্বিত। ২০০৩ সালে জেনিভা থেকে তাঁর চিতাভষ্ম দেশে ফিরিয়ে আনতে পারা, আমার জীবনের অত্যন্ত বিশেষ মুহূর্তগুলির অন্যতম।”
Login or Register to add your comment
PM Modi condoles loss of lives due to stampede at New Delhi Railway Station
February 16, 2025
The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to stampede at New Delhi Railway Station. Shri Modi also wished a speedy recovery for the injured.
In a X post, the Prime Minister said;
“Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.”
Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.
— Narendra Modi (@narendramodi) February 15, 2025