মৌলানা আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে সমাজমাধ্যমে এক বার্তায় তাঁর উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি মৌলানা আজাদকে এক বিদগ্ধ ব্যক্তিত্ব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিশেষ স্তম্ভ রূপে বর্ণনা করেছেন। দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মৌলানা আজাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি যে একটি প্রশংসনীয় উদ্যোগ, একথারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তাঁর বার্তায়।
সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর ঐ বার্তার বয়ান এখানে দেওয়া হল :
“মৌলানা আজাদের জন্মবার্ষিকীতে তাঁকে আমি স্মরণ করি। তিনি ছিলেন এক বিদগ্ধ ব্যক্তিত্ব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক স্তম্ভবিশেষ। এমনকি, শিক্ষার প্রতি তাঁর অঙ্গীকার ও প্রতিশ্রুতি বিশেষ প্রশংসার দাবি রাখে। আধুনিক ভারত গঠনে তাঁর কর্মপ্রচেষ্টা আজও মানুষকে পথ দেখিয়ে নিয়ে চলেছে।”
Remembering Maulana Azad on his birth anniversary. A profound scholar and a pillar of India's freedom struggle, his commitment to education was commendable. His efforts in shaping modern India continue to guide many people.
— Narendra Modi (@narendramodi) November 11, 2023