প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘ উৎকল কেশরী’ ডঃ হরেকৃষ্ণ মাহতাব রচিত ‘ওডিশা ইতিহাস’-এর হিন্দি অনুবাদ প্রকাশ করেছেন । এই বইটি এতদিন ওড়িয়া ও ইংরেজিতে পাওয়া যেত । শ্রী শঙ্করলাল পুরোহিত এর হিন্দি অনুবাদ করেছেন । অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ও লোকসভার কটক কেন্দ্রের সাংসদ শ্রী ভর্তৃহরি মাহতাব উপস্থিত ছিলেন ।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আড়াই বছর আগে উৎকল কেশরী ডঃ হরেকৃষ্ণ মাহতাবের ১২০-তম জন্মবার্ষিকী উদযাপনের প্রসঙ্গ উল্লেখ করেন । ওডিশা ইতিহাসের হিন্দি সংস্করণ উৎসর্গ করে শ্রী মোদী বলেছেন, রাজ্যের বৈচিত্র্যপূর্ণ সর্বাঙ্গীন ইতিহাস সারা দেশের মানুষের কাছে পৌঁছানো উচিত । প্রধানমন্ত্রী স্বাধীনতা আন্দোলনে ডঃ মাহতাবের অবদানের কথা স্মরণ করেছেন । সমাজ সংস্কারে তাঁর সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেছেন, জরুরি অবস্থার সময়ে ডঃ মাহতাবকে কারাগারে যেতে হয়েছিল । যে দলের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই দলের বিরোধিতা করেও তাঁকে কারাবরণ করতে হয় । ‘স্বাধীনতার জন্য এবং দেশের গণতন্ত্রকে রক্ষার কারণে তাকে জেলে যেতে হয়েছে’।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় ইতিহাস কংগ্রেসে ডঃ মাহতাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । ওড়িশার ইতিহাসকে তিনি জাতীয় মঞ্চে পৌঁছে দেন । তাঁর জন্যই ওড়িশায় সংগ্রহশালা, আরকাইভ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ করা সম্ভব হয়েছে ।
প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে ইতিহাস পড়ার ওপর গুরুত্ব দেন । তিনি বলেছেন, ইতিহাস শুধুমাত্র অতীতের ঘটনা সম্পর্কে আমাদের অবগত করেনা, ইতিহাস হল ভবিষ্যতের দর্পণ । দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের সময় এই বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আবারও চর্চিত হচ্ছে । শ্রী মোদী দুঃখ প্রকাশ করে বলেছেন, দেশের সামনে যথাযথ ভাবে স্বাধীনতা আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ঘটনা প্রকাশিত হয়নি । তিনি বলেছেন, রাজা এবং প্রাসাদের মধ্যে ইতিহাসকে সীমাবদ্ধ রাখা ভারতের ঐতিহ্য নয় । ইতিহাস হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে আবর্তিত হচ্ছে । ইতিহাসের মধ্যে রাজ পরিবার এবং প্রাসাদের গল্প অন্তর্ভুক্ত করা আসলে বিদেশী চিন্তা-ভাবনার ফসল । আমরা সেই ধরণের মানুষ নই । শ্রী মোদী এই প্রসঙ্গে রামায়ন ও মহাভারতের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, সাধারণ মানুষের কথাই এখানে বেশি করে উল্লেখ করা আছে ।
আমাদের জীবনে সাধারণ মানুষই সবথেকে বেশি গুরুত্ব পান । শ্রী মোদী বলেছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে পাইক বিদ্রোহ, গঞ্জাম বিপ্লব, সম্বলপুর আন্দোলন ওড়িশাকে নতুন শক্তি জুগিয়েছে । সম্বলপুর আন্দোলনের সুরেন্দ্র সাই আমাদের সকলের অনুপ্রেরণার উৎস । প্রধানমন্ত্রী পণ্ডিত গোপবন্ধু, আচার্য হরিহর এবং ডঃ হরেকৃষ্ণ মাহতাবের মতো নেতাদের অবদানের কথা স্মরণ করেছেন । তিনি রামদেবী, মালতীদেবী, কোকিলা দেবী এবং রানী ভাগ্যবতীর ভূমিকার কথাও স্মরণ করেছেন । শ্রী মোদী বলেছেন, ব্রিটিশদের কাছে আদিবাসী সম্প্রদায়ের দেশপ্রেম ও শৌর্য সবসময়ই শিরঃপীড়ার কারণ ছিল । প্রধানমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনের মহান আাদিবাসী নেতা লক্ষণ নায়কজির কথাও উল্লেখ করেছেন ।
প্রধানমন্ত্রী বলেছেন, ওড়িশার ইতিহাস সমগ্র ভারতের ঐতিহাসিক শক্তির প্রতিফলন । ইতিহাসে প্রতিফলিত এই শক্তি বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা ও কাজের ধারাকে পথ দেখায় ।
রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ব্যবসা-বাণিজ্য এবং শিল্পের জন্য প্রথমেই যেটি দরকার তা হল পরিকাঠামো । তিনি বলেছেন, হাজার হাজার কিলোমিটার জাতীয় সড়ক এবং উপকূলবর্তী মহাসড়ক ওড়িশায় নির্মিত হচ্ছে । এর ফলে রাজ্যের বিভিন্ন অংশে যোগযোগ ব্যবস্থা গড়ে উঠছে । গত ৬-৭ বছরে ওড়িশায় শত শত কিলোমিটার রেল লাইন পাতা হয়েছে । পরিকাঠামোর পর শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে । বিভিন্ন শিল্প সংস্থাকে উৎসাহ দেওয়া হচ্ছে । তেল ও ইস্পাত ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে । পাশাপাশি ওড়িশার মৎস্যজীবীদের জীবনের মানোন্নয়নের জন্য নীল বিপ্লবের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে ।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, দক্ষতা বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । রাজ্যের যুবক-যুবতীদের সুবিধার্থে আইআইটি ভুবনেশ্বর, আইআইএসইআর বেরহামপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কীলস্, আইআইটি সম্বলপুরের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে ।
প্রধানমন্ত্রী ওড়িশার ইতিহাস এবং তার ঐতিহ্যকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন । স্বাধীনতার অমৃত মহোৎসবকে প্রকৃত জনআন্দোলনে পরিণত করতে তিনি অনুরোধ করেছেন যাতে স্বাধীনতা সংগ্রামের সময় যে উন্মাদনা দেখা দিয়েছিল এই মহোৎসব পালনের সময়ও সেটি দেখা যায় ।
करीब डेढ़ वर्ष पहले हम सब ने ‘उत्कल केसरी’ हरेकृष्ण महताब जी की एक सौ बीसवीं जन्मजयंती मनाई थी।
— PMO India (@PMOIndia) April 9, 2021
आज हम उनकी प्रसिद्ध किताब ‘ओड़ीशा इतिहास’ के हिन्दी संस्करण का लोकार्पण कर रहे हैं।
ओडिशा का व्यापक और विविधताओं से भरा इतिहास देश के लोगों तक पहुंचे, ये बहुत आवश्यक है: PM
महताब जी ने आज़ादी की लड़ाई में अपना जीवन समर्पित किया, उन्होंने जेल की सजा काटी थी।
— PMO India (@PMOIndia) April 9, 2021
लेकिन महत्वपूर्ण ये रहा कि आज़ादी की लड़ाई के साथ-साथ वो समाज के लिए भी लड़े: PM @narendramodi
ये बात आज के जनप्रतिनिधियों को हैरत में डाल सकती है कि जिस पार्टी से वो मुख्यमंत्री बने थे, आपातकाल में उसी पार्टी का विरोध करते हुए वो जेल गए थे।
— PMO India (@PMOIndia) April 9, 2021
यानि वो ऐसे विरले नेता थे जो देश की आज़ादी के लिए भी जेल गए और देश के लोकतंत्र को बचाने के लिए भी जेल गए थे: PM @narendramodi
उन्होंने इंडियन हिस्ट्री काँग्रेस में अहम भूमिका निभाई, ओडिशा के इतिहास को राष्ट्रीय पटल पर ले गए।
— PMO India (@PMOIndia) April 9, 2021
ओडिशा में म्यूज़ियम हों, Archives हों, archaeology section हो, ये सब महताब जी की इतिहास दृष्टि और उनके योगदान से ही संभव हुआ: PM @narendramodi
इतिहास केवल अतीत का अध्याय ही नहीं होता, बल्कि भविष्य का आईना भी होता है।
— PMO India (@PMOIndia) April 9, 2021
इसी विचार को सामने रखकर आज देश अमृत महोत्सव में आज़ादी के इतिहास को फिर से जीवंत कर रहा है: PM @narendramodi
पाइक संग्राम, गंजाम आंदोलन और लारजा कोल्ह आंदोलन से लेकर सम्बलपुर संग्राम तक, ओड़ीशा की धरती ने विदेशी हुकूमत के खिलाफ क्रांति की ज्वाला को हमेशा नई ऊर्जा दी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 9, 2021
ओडिशा के हमारे आदिवासी समाज के योगदान को कौन भुला सकता है?
— PMO India (@PMOIndia) April 9, 2021
हमारे आदिवासियों ने अपने शौर्य और देशप्रेम से कभी भी विदेशी हुकूमत को चैन से बैठने नहीं दिया।
‘अंग्रेजों भारत छोड़ो’ आंदोलन के महान आदिवासी नायक लक्ष्मण नायक जी को हमे जरूर याद करना चाहिए: PM @narendramodi
ओड़ीशा के अतीत को आप खंगालें, आप देखेंगे कि उसमें हमें ओडिशा के साथ साथ पूरे भारत की ऐतिहासिक सामर्थ्य के भी दर्शन होते हैं।
— PMO India (@PMOIndia) April 9, 2021
इतिहास में लिखित ये सामर्थ्य वर्तमान और भविष्य की संभावनाओं से जुड़ा हुआ है, भविष्य के लिए हमारा पथप्रदर्शन करता है: PM @narendramodi
व्यापार और उद्योगों के लिए सबसे पहली जरूरत है- इनफ्रास्ट्रक्चर।
— PMO India (@PMOIndia) April 9, 2021
आज ओडिशा में हजारों किमी के नेशनल हाइवेज़ बन रहे हैं, कोस्टल हाइवेज बन रहे हैं जो कि पॉर्ट्स को कनैक्ट करेंगे।
सैकड़ों किमी नई रेल लाइंस पिछले 6-7 सालों में बिछाई गई हैं: PM @narendramodi
इनफ्रास्ट्रक्चर के बाद अगला महत्वपूर्ण घटक है उद्योग।
— PMO India (@PMOIndia) April 9, 2021
इस दिशा में उद्योगों, कंपनियों को प्रोत्साहित करने के लिए काम हो रहा है।
ऑयल और गैस से जुड़ी जितनी व्यापक संभावनाएं ओडिशा में मौजूद हैं, उनके लिए भी हजारों करोड़ का निवेश किया गया है: PM @narendramodi