PM recalls his meeting with Crown Prince of Kuwait in September in New York and expresses satisfaction at the growing momentum in bilateral relations.
They discuss enhancing cooperation in trade, investment, energy, technology, culture and people to people ties.
PM thanks the leadership of Kuwait for taking care of the Indian community.
PM emphasizes close cooperation between India and the Gulf Cooperation Council.
PM accepts the invitation to visit Kuwait at the earliest opportunity.

কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লা আলি আল-ইয়াহিয়া আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। 

কুয়েতের যুবরাজ শেখ সাবা খালেদ আল হামাদ আল সাবার সঙ্গে নিউইয়র্কে তাঁর বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষপ্রকাশ করেন। 

শিল্প, বিনিয়োগ, শক্তি, প্রযুক্তি, সংস্কৃতি ও নাগরিক সংযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পন্থা-পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। 

কুয়েতে বসবাসকারী ১০ লক্ষ প্রবাসী ভারতীয়ের খেয়াল রাখার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের নেতৃত্বকে ধন্যবাদ জানান। 

কুয়েতের সভাপতিত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও নিবিড় হবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। ওই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সুস্থিতি দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে দুই নেতা সহমত পোষণ করেন। 

যত শীঘ্র সম্ভব সে দেশ সফরের জন্য কুয়েতের নেতৃত্ব যে আমন্ত্রণ জানিয়েছে, প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
World Bullish on India: IMF on inclusive growth and digital infra

Media Coverage

World Bullish on India: IMF on inclusive growth and digital infra
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the passing of Shri SM Krishna
December 10, 2024

The Prime Minister Shri Narendra Modi today condoled the passing of Shri SM Krishna, former Chief Minister of Karnataka. Shri Modi hailed him as a remarkable leader known for his focus on infrastructural development in Karnataka.

In a thread post on X, Shri Modi wrote:

“Shri SM Krishna Ji was a remarkable leader, admired by people from all walks of life. He always worked tirelessly to improve the lives of others. He is fondly remembered for his tenure as Karnataka’s Chief Minister, particularly for his focus on infrastructural development. Shri SM Krishna Ji was also a prolific reader and thinker.”

“I have had many opportunities to interact with Shri SM Krishna Ji over the years, and I will always cherish those interactions. I am deeply saddened by his passing. My condolences to his family and admirers. Om Shanti.”