তৃতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ অভিনন্দনবার্তা পাঠিয়েছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন।
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানিয়ে দু-দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
শিল্প, বিনিয়োগ, সুস্থায়ী অর্থনীতি, শিল্প নির্মাণ, স্বাস্থ্য, মহাকাশ এবং মানুষে মানুষে সংযোগের ক্ষেত্র সহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে উভয় নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ইউক্রেন সংঘর্ষ সহ আঞ্চলিক এবং বিশ্বের নানা বিষয় নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ফ্রাইডেন সংঘর্ষ নিরসনে এবং দ্রুত শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনতে ভারতের ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী ফ্রাইডেন এবং গ্র্যান্ড ডিউক হেনরিকে ভারত সফরে আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
উভয় নেতা পারস্পরিক সংযোগ বজায় রাখাতে সহমত হয়েছেন।
Had a good conversation with Prime Minister @LucFrieden. Reiterated commitment to deepen and strengthen India-Luxembourg ties including in the areas of trade, investment, financial services and industrial manufacturing. As democracies, we support regional and global peace and…
— Narendra Modi (@narendramodi) July 22, 2024