প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজাখস্তানের প্রেসিডেন্ট মাননীয় কাসিম-জোমার্ট টোকায়েভ-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উদযাপন সফল করে তোলা এবং তৃতীয়বার পদে আসীন হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান প্রেসিডেন্ট টোকায়েভ। এজন্য প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। দুই নেতা দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ায় সহমত হয়েছেন।
‘আস্তানা’-য় আসন্ন এসসিও শিখর সম্মেলন সফল করে তোলায় ভারতের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কাজাখস্তানের নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিশেষ অবদান রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী।
Had a good conversation with President of Kazakhstan H.E. Kassym-Jomart Tokayev. Thanked him for warm wishes on the success in the elections. Reiterated the commitment to advance our Strategic Partnership with Kazakhstan. Conveyed India's full support for the success of the…
— Narendra Modi (@narendramodi) June 25, 2024