২০-২১ নভেম্বর ২০২৪ তারিখে গায়ানা সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জর্জটাউনে পৌঁছন। ৫৬ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম গায়ানা সফর। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান গায়ানার প্রেসিডেন্ট ডঃ মহম্মদ ইরফান আলি। সেইসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন গায়ানার প্রধানমন্ত্রী ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মার্ক অ্যান্টনি ফিলিপস। গায়ানা সরকারের এক ডজনেরও বেশি মন্ত্রীও এই অনুষ্ঠানে হাজির ছিলেন।
হোটেলে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রেসিডেন্ট আলি, বারবাডোজের প্রধানমন্ত্রী মাননীয় মিয়া আমোর মোটলে এবং গ্রেনাডার প্রধানমন্ত্রী মাননীয় ডিকন মিশেল। এছাড়া প্রধানমন্ত্রীকে বর্ণময় অভ্যর্থনা জানান ভারতীয় বংশোদ্ভূতরা। ভারত-গায়ানার ঘনিষ্ঠ বন্ধুত্বের স্মারক হিসেবে প্রধানমন্ত্রীর হাতে “জর্জটাউনের চাবি” তুলে দেন জর্জটাউনের মেয়র।