প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্যাঙ্গালোরের এক ছাত্র স্টিভেন হ্যারিসের চিত্রাঙ্কনের প্রশংসা করেছেন। বছর কুড়ির এই তরুণ চিত্রশিল্পী প্রধানমন্ত্রীকে নিয়ে দুটি অপূর্ব চিত্র এঁকেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করে উত্তর দিয়েছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, সৃজনশীল ক্ষেত্রে তরুণদের আগ্রহ ও নিষ্ঠা খুবই আনন্দের। তিনি বলেছেন, " আপনার আঁকা বিষয়গুলি গভীরভাবে অনুভব করতে সত্যিই আপনার প্রতিভার স্বীকৃতি দেয়। সূক্ষাতিসূক্ষ বিষয়গুলি সত্যিই হৃদয়গ্রাহী।"
বর্তমান এই কঠিন পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কে তরুণ শিল্পীর মতামতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী লিখেছেন," টিকাকরণ অভিযান, শৃঙ্খলা পরায়ন এবং ১৩০ কোটি ভারতীয়ের সম্মিলিত প্রচেষ্টা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের আমাদের শক্তি যোগাচ্ছে।"
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, সাধারণ মানুষ স্টিভেনের এই প্রচেষ্টাকে প্রসারিত করতে অনুপ্রাণিত হবে।
স্টিভেন প্রধানমন্ত্রীকে লেখা তাঁর চিঠিতে উল্লেখ করেছেন যে, তিনি ১৫ বছর ধরে চিত্রকলার সঙ্গে যুক্ত রয়েছেন। একশ টিরও বেশি পুরস্কার পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে তাঁর অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছেন এবং করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানের প্রশংসা করেছেন।