উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় তাঁর মায়ের সম্মানে একটি বৃক্ষচারা রোপন করেছেন। এই ঘটনাকে অনুপ্রেরণামূলক বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এসম্পর্কে সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"এক অনুসরণ ও অনুকরণযোগ্য দৃষ্টান্ত! মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে ভারতের মাননীয় উপরাষ্ট্রপতিজি একটি বৃক্ষচারা রোপন করেছেন। এই ঘটনা যে কোন মানুষকেই অনুপ্রাণিত করবে।"
যমুনা নদীর তীরে এক মনোরম পরিবেশে তাঁর মা শ্রীমতী কেশরী দেবী জি-র প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন স্বরূপ উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় একটি শিশুবৃক্ষ রোপন করেন। এই ঘটনাকেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।
अनुकरणीय! माँ के आदर और सम्मान में माननीय @VPIndia जी का पेड़ लगाना हर किसी को प्रेरित करने वाला है।#एक_पेड़_माँ_के_नाम https://t.co/BjxOtl7rOe
— Narendra Modi (@narendramodi) July 27, 2024