প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের সমৃদ্ধ সংস্কৃতি, শিল্পকলা এবং হস্তশিল্পের প্রসারের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ‘বিতস্তা’ কর্মসূচির প্রশংসা করেছেন।
কাশ্মীরের সমৃদ্ধ সংস্কৃতি, শিল্পকলা এবং হস্তশিল্পকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সংস্কৃতি মন্ত্রক ২৭-৩০ জানুয়ারি ‘বিতস্তা’ কর্মসূচির আয়োজন করেছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ভাবনায় এই কর্মসূচির মাধ্যমে অন্যান্য রাজ্যের কাছে কাশ্মীরের ঐতিহাসিক পরিচিতিটি তুলে ধরা হচ্ছে।
অমৃত মহোৎসবের এক ট্যুইটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন :
“কাশ্মীরের সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যের পরিচয় করানোর জন্য সুন্দর এক প্রয়াস নেওয়া হয়েছে।”
कश्मीर की समृद्ध विरासत, विविधता और विशिष्टता का अनुभव कराती एक अद्भुत पहल! https://t.co/Dc7mDaAN39
— Narendra Modi (@narendramodi) January 29, 2023