প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনএইচ ৩৩৪বি-তে ৪০.২ কিলোমিটার সড়ক সম্প্রসারণে প্লাস্টিক বর্জ এবং ফ্লাই অ্যাশ-এর মতো ব্যয় সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সুস্থায়ী উপকরণ ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রশংসা করেছেন। উত্তরপ্রদেশ-হরিয়ানা সীমান্তের কাছে বাগপত থেকে এই সড়ক সম্প্রসারণ শুরু হয়ে শেষ হয়েছে হরিয়ানার রোহনায়।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতীন গড়করি ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “সুস্থায়ী উন্নয়ন এবং যোগাযোগ সম্প্রসারনের ক্ষেত্রে এটি একটি নিঁখুত মেলবন্ধন। এটি আর্থিক বিকাশেও উৎসাহ যোগাবে।”
A perfect blend of sustainable development and enhanced connectivity. It will also boost economic growth. https://t.co/1YWvD84mWY
— Narendra Modi (@narendramodi) June 14, 2023