এশিয়ান গেমস-এ পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টন বিভাগে ভারতীয় খেলোয়াড় প্রণয় এইচ এস-এর উল্লেখযোগ্য সাফল্য ও ব্রোঞ্জ পদক লাভের ঘটনায় তাঁর বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে পোস্ট করা এক বার্তায় প্রধানমন্ত্রীর মন্তব্য :
“@PRANNOYHSPRI-এর উল্লেখযোগ্য সাফল্যে আমরা রোমাঞ্চিত। এশিয়ান গেমস-এ পুরুষদের সিঙ্গল ব্যাডমিন্টন বিভাগে তিনি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন! তাঁর স্থির সঙ্কল্প এবং একান্ত নিষ্ঠা আগামীদিনের খেলোয়াড়দের কাছে অনুসরণযোগ্য।
সাবাস প্রণয়! আপনার এই সাফল্যে দেশ আজ উৎসাহিত।”
Thrilled by @PRANNOYHSPRI's remarkable achievement, securing the Bronze in Men's Badminton Singles at the Asian Games! His unwavering resolve and sheer tenacity are lessons for aspiring athletes.
— Narendra Modi (@narendramodi) October 6, 2023
Bravo, Prannoy! The nation celebrates this success. pic.twitter.com/5AUxyGvE4d