প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষি প্রদর্শনীগুলি থেকে কৃষকরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর বিষয়ে উৎসাহিত হন।
উত্তরপ্রদেশের মুজফফরনগরে পশু প্রদর্শনী এবং কিষাণ মেলার আয়োজন করায় তিনি তাঁর প্রশংসা করেছেন। স্থানীয় সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সঞ্জীব বলিয়ান এ সংক্রান্ত তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“সুন্দর এক উদ্যোগ! এ ধরনের কৃষি মেলার মাধ্যমে আমাদের অন্নদাতা ভাই-বোনেরা আধুনিক প্রযুক্তি গ্রহণ করার ক্ষেত্রে আরও অনুপ্রাণিত হন, যার মাধ্যমে তাঁদের আয় বৃদ্ধির সুযোগও তৈরি হয়।”
बेहतरीन प्रयास! इस तरह के किसान मेलों से जहां हमारे ज्यादा से ज्यादा अन्नदाता भाई-बहन आधुनिक टेक्नोलॉजी अपनाने के लिए प्रेरित होंगे, वहीं उनकी आय के साधन भी बढ़ेंगे। https://t.co/fD7jSMwz9g
— Narendra Modi (@narendramodi) April 8, 2023