চেন্নাই বন্দর জাহাজ পরিবহণ ক্ষেত্রে বিশেষ সাফল্য দেখিয়েছে। একটি জাহাজে করে আরও একটি জাহাজ বিদেশে কিভাবে পরিবহণ করা যায় তার এক দৃষ্টান্ত তুলে ধরে রেকর্ড স্থাপন করেছে এই বন্দরটি। এই ঘটনায় স্পষ্টতঃই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুরের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন :
“দেশের বন্দর এবং জাহাজ চলাচল ক্ষেত্রে এ হল এক বড় ধরনের ঘটনা।”
Great news for our ports and shipping sector. https://t.co/2VNJsMXwRL
— Narendra Modi (@narendramodi) March 28, 2023