প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযান’কে সমর্থন জানানোর জন্য নিজের পকেট খরচ সঞ্চয় করে তা প্রদান করায় হিমাচল প্রদেশের ৭ বছর বয়সী নলিনী সিংহ-র প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মনসুখ মাণ্ডব্যের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :
“দারুণ মনোভাব প্রদর্শন!”
Good gesture. https://t.co/LTusRZPwDO
— Narendra Modi (@narendramodi) April 26, 2023