প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজী মন্দিরে দর্শন ও পূজায় অংশ নেন। তিনি মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। ভগবান শ্রীনাথকে ‘ভেট পূজা’ নিবেদন করেন।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “নাথদ্বারায় আমার ভগবান শ্রীনাথজীর দর্শন ও আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য হয়েছে। দেশবাসীর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছি”।
नाथद्वारा में भगवान श्रीनाथजी के दर्शन और आशीर्वाद का सौभाग्य प्राप्त हुआ। उनसे देशवासियों के उत्तम स्वास्थ्य और कल्याण की कामना की। pic.twitter.com/iUgpcGiER7
— Narendra Modi (@narendramodi) May 10, 2023