প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের মোধেরায় আজ মোধেশ্বরী মাতা মন্দির দর্শন করেন এবং পুজো দেন। সেখানে তিনি পৌঁছানো মাত্র তাঁকে অভিনন্দন জানানো হয়। গর্ভগৃহে অবস্থিত মোধেশ্বরী মাতার প্রতিমার কাছে করজোড়ে নত মস্তকে প্রধানমন্ত্রী আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্র প্যাটেল এবং সাংসদ শ্রী সি আর পাটিল।
আজ এর আগে প্রধানমন্ত্রী গুজরাটের মেহসানার মোধেরাতে ৩ হাজার ৯০০ কোটি টাকারও বেশি নানা প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। মোধেরাকে ভারতের প্রথম ২৪x৭ সৌরচালিত গ্রাম হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।