প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রানি ভেলু নাচিয়ারের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –
“সাহসী রানি ভেলু নাচিয়ারকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি তাঁর প্রজাদের ন্যায় সুনিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। এছাড়াও তিনি সমাজকল্যাণে সক্রিয় ছিলেন। তাঁর সাহস আগামী প্রজন্মের মানুষকে অনুপ্রাণিত করবে।”
Tributes to the courageous Rani Velu Nachiyar on her birth anniversary. She was at the forefront of ensuring justice for her people. She fiercely resisted colonialism and also worked for the welfare of society. Her bravery will keep motivating generations to come.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023
வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்.
— Narendra Modi (@narendramodi) January 3, 2023