প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। উন্নত ভারত গড়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্ত্যোদয় ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে প্রধানমন্ত্রী জানান।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
"জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মহান পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জিকে তাঁর জন্মজয়ন্তীতে কোটি কোটি প্রণাম জানাই। অন্ত্যোদয়ের বিষয়ে তাঁর ভাবনা ভারতকে উন্নত করে তোলার সংকল্পে সহায়তা করেছে। দেশের প্রতি তাঁর আনুগত্য চিরস্মরণীয় হয়ে থাকবে।"
महान राष्ट्रवादी विचारक पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन। अंत्योदय की उनकी अवधारणा विकसित भारत के संकल्प की सिद्धि में अमूल्य भूमिका निभाने वाली है। देश के लिए उनका समर्पण और सेवा भाव अविस्मरणीय रहेगा। pic.twitter.com/0tZ4oxcZ01
— Narendra Modi (@narendramodi) September 25, 2024