প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জয়পুরের ধানক্যতে অবস্থিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় স্মারকে গিয়ে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন,
“আমাদের সরকার অন্ত্যোদয়ের নীতির উপর নির্ভর করে দেশের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেন:
“জয়পুরের ধানক্যতে আমি আজ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় স্মারকে গিয়ে তাঁর স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছি। তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে এখানে তাঁর জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিচ্ছবি দেখে এক নতুন শক্তির অনুভব করেছি। আমাদের সরকার তাঁর অন্ত্যোদয়কে মূল নীতি করে চলছে এবং দেশের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের জীবন সহজ করার কাজে প্রতিশ্রুতিবদ্ধ।”
जयपुर के धानक्या में आज पंडित दीनदयाल उपाध्याय राष्ट्रीय स्मारक जाकर उन्हें पुष्पांजलि अर्पित की। उनकी जन्म-जयंती पर यहां उनके जीवन से जुड़े अलग-अलग पहलुओं को देखकर एक नई ऊर्जा का अनुभव हुआ। हमारी सरकार उनके अंत्योदय के सिद्धांत पर चलकर देश के गरीब से गरीब का जीवन आसान बनाने के… pic.twitter.com/Bu5NdIJnGJ
— Narendra Modi (@narendramodi) September 25, 2023