প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শহীদ দিবস উপলক্ষ্যে শহীদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জনিয়েছেন।
একটি ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘ স্বাধীনতার ক্রান্তিদূত অমর শহীদ বীর ভগত সিংহ, সুখদেব এবং রাজগুরুকে শহীদ দিবস উপলক্ষ্যে শত শত প্রণাম জানাই। ভারত মাতার এই মহান সুপুত্রদের আত্মবলিদান দেশের প্রত্যেক প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
জয় হিন্দ’।
आजादी के क्रांतिदूत अमर शहीद वीर भगत सिंह, सुखदेव और राजगुरु को शहीदी दिवस पर शत-शत नमन। मां भारती के इन महान सपूतों का बलिदान देश की हर पीढ़ी के लिए प्रेरणास्रोत बना रहेगा। जय हिंद! #ShaheedDiwas pic.twitter.com/qs3SqAHkO9
— Narendra Modi (@narendramodi) March 23, 2021