প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে সংসদ ভবনে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে, “আজ সকালে প্রধানমন্ত্রী @narendramodi সংসদ ভবনে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান”।
Earlier today, PM @narendramodi paid tributes to Mahatma Gandhi at Parliament House. pic.twitter.com/z07V0bBqxr
— PMO India (@PMOIndia) October 2, 2022