প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারানা প্রতাপকে সাহস, শৌর্য ও আত্মসম্মানের প্রতীক বলে বর্ণনা করেছেন। মহারানা প্রতাপের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর জীবনযাত্রা প্রজন্মের পর প্রজন্ম ধরে সকলের অনুপ্রেরণার উৎস।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“সাহস, শৌর্য ও আত্মসম্মানের প্রতীক মহারানা প্রতাপকে তাঁর জন্মজয়ন্তীতে পরম শ্রদ্ধা নিবেদন করি। তিনি মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর জীবনযাত্রা প্রজন্মের পর প্রজন্ম ধরে সকলের অনুপ্রেরণার উৎস।”
साहस, शौर्य और स्वाभिमान के प्रतीक महाराणा प्रताप को उनकी जन्म-जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने अपना संपूर्ण जीवन मातृभूमि की रक्षा के लिए समर्पित कर दिया, जो देश की हर पीढ़ी के लिए प्रेरणास्रोत बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) May 9, 2023