দেশের ১৪০ কোটি নাগরিককে তিনি তাঁর ‘পরমাত্মীয়’ বলে মনে করেন বলে জানালেন শ্রী নরেন্দ্র মোদী

দেশের ১৪০ কোটি নাগরিককে তাঁর ‘পরমাত্মীয়’ বলে মনে করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লার প্রাকার থেকে ৭৭তম স্বাধীনতা দিবসের ভাষণে নাগরিকদের শুভেচ্ছা জানানোর সময় তিনি তাঁদের তাঁর আপন পরিবারজন, অর্থাৎ পরিবারের সদস্য বলেই সম্বোধন করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

 

যে মহান স্বাধীনতা সংগ্রামীরা দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছিলেন, তাঁদের সকলের উদ্দেশে গভীর শ্রদ্ধাও নিবেদন করেছেন তিনি। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ঐ প্রজন্মের প্রায় সকলেই স্বাধীনতার যুদ্ধে আত্মনিবেদন করেছিলেন। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মতো অগণিত নির্ভীক দেশবাসী তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। 

এ বছরের স্বাধীনতা দিবসের এই তাৎপর্যময় মুহূর্তে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সমাপতনের কথাও তাঁর ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, আজ মহান বিপ্লবী তথা আধ্যাত্মিক নেতা শ্রীঅরবিন্দের সার্ধ শততম জন্মজয়ন্তী। একইসঙ্গে, এই বছরটি স্বামী দয়ানন্দের ১৫০তম জন্মজয়ন্তীর বছর। সেইসঙ্গে, রানি দুর্গাবতীর ৫০০তম জন্মবার্ষিকীও বিশেষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের মুহূর্ত এখন। আবার, ভক্তিযুগের প্রবক্তা সন্ত মীরাবাঈ-এর ৫২৫তম বার্ষিকী উদযাপনেরও সময়কাল এটি। আগামী সাধারণতন্ত্র দিবসটি উদযাপিত হবে দেশের ৭৫তম সাধারণতন্ত্র দিবস রূপে। নানাভাবে বহু সুযোগ, বহু সম্ভাবনা, অনুপ্রেরণার প্রতিটি মুহূর্ত, স্বপ্নের প্রতিটি মুহূর্ত, চেতনার প্রতিটি মুহূর্ত, সঙ্কল্প গ্রহণের প্রতিটি মুহূর্ত আমাদের জাতি গঠনের কাজে নিয়োগ করতে হবে। কারণ, এ সমস্ত কিছুর থেকে আরও কোনো বড় সুযোগ আমাদের জীবনে আসতে পারে না। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
In young children, mother tongue is the key to learning

Media Coverage

In young children, mother tongue is the key to learning
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 11 ডিসেম্বর 2024
December 11, 2024

PM Modi's Leadership Legacy of Strategic Achievements and Progress