ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে দেশের একজন শহীদ বলে বর্ণনা করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আরও বলেছেন যে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উজ্জ্বল ব্যক্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মগুলিকেও পথনির্দেশ করে যাবে।
সমাজমাধ্যমে তুলে ধরা ঐ বার্তায় শ্রী মোদী বলেছেন :
“দেশের মহান সুপুত্র তথা বিশিষ্ট বিচারক ও শিক্ষাবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে তাঁর উদ্দেশে জানাই বিনম্র প্রণাম। ভারতমাতার সেবায় তিনি তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর তেজস্বী ব্যক্তিত্ব দেশের প্রতিটি প্রজন্মকে পথনির্দেশ করে যাবে।”
देश के महान सपूत, प्रख्यात विचारक और शिक्षाविद् डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनके बलिदान दिवस पर सादर नमन। मां भारती की सेवा में उन्होंने अपना जीवन समर्पित कर दिया। उनका ओजस्वी व्यक्तित्व देश की हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) June 23, 2024