প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত রত্ন নানাজি দেশমুখ-এর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, নানাজি দেশমুখ দেশের গ্রাম এবং আদিবাসী এলাকার উন্নয়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। ত্যাগ ও সেবার যে মনোভাব তাঁর ছিল তা দেশের প্রত্যেক প্রজন্মের মানুষকে উদ্বুদ্ধ করবে বলেও শ্রী মোদী মন্তব্য করেন।
এক্স হ্যান্ডেলে তাঁর বার্তায় প্রধানমন্ত্রী বলেন;
“ভারতরত্ন নানাজি দেশমুখ-এর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে রইল আমার সশ্রদ্ধ প্রনাম। তিনি দেশের গ্রাম এবং আদিবাসী অঞ্চলের উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর ত্যাগ ও সেবার মনোভাব দেশের প্রত্যেক প্রজন্মের মানুষকে উদ্বুদ্ধ করবে।”
भारत रत्न नानाजी देशमुख को उनकी जन्म-जयंती पर मेरी आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने देश के गांवों और जनजातीय क्षेत्रों के विकास के लिए अपना जीवन समर्पित कर दिया। उनका त्याग और सेवा भाव हर पीढ़ी के लिए प्रेरणास्रोत बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 11, 2023