প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবস উপলক্ষে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু-কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।
এক ট্যুইটে বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ভারত ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর আত্মবলিদান সর্বদা স্মরণে রাখবে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অপরিসীম ভূমিকা রয়েছে”।
India will always remember the sacrifice of Bhagat Singh, Sukhdev and Rajguru. These are greats who made an unparalleled contribution to our freedom struggle. pic.twitter.com/SZeSThDxUW
— Narendra Modi (@narendramodi) March 23, 2023