প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহান সমাজ সংস্কারক, চিন্তক, দার্শনিক এবং বিশিষ্ট লেখক মহাত্মা ফুলে-কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, মহাত্মা ফুলে মহিলাদের শিক্ষা ও তাদের ক্ষমতায়ণে সারাজীবন উৎসর্গ করেছিলেন।
সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর নিষ্ঠা আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।
महान समाजसेवी, विचारक, दार्शनिक एवं लेखक महात्मा ज्योतिबा फुले की जयंती पर उन्हें कोटि-कोटि नमन। वे जीवनपर्यंत महिलाओं की शिक्षा और उनके सशक्तिकरण के लिए प्रतिबद्ध रहे। समाज सुधार के प्रति उनकी निष्ठा आने वाली पीढ़ियों को प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) April 11, 2021