প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু’দিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছনোর পর জাতীয় স্মৃতিসৌধে যান। তিনি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণবিসর্জন দিয়েছিলেন, তাঁদের শৌর্য ও আত্মবলিদান’কে শ্রদ্ধা জানান। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাভারে এই সৌধটির পরিকল্পনা করেছিলেন সৈয়দ মঈনুল হুসেন।
প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বরে একটি অর্জুন গাছের চারা রোপণ করেছেন। তিনি সৌধের দর্শনার্থীদের জন্য বিশেষ খাতায় লেখেন, “নিপীড়ণ ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও সাহসের মহান বিজয়ের প্রতীক সাভারের এই শাশ্বত অগ্নিশিখা অবিরত প্রজ্জ্বলিত থাকুক – আমি সেই প্রার্থনা করি”।
On the 50th Independence Day of Bangladesh, PM @narendramodi paid tributes at the National Martyr’s Memorial in Savar.
— PMO India (@PMOIndia) March 26, 2021
The courage of those who took part in the Liberation War of Bangladesh motivates many. pic.twitter.com/q7bZwATNHt