প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ কর্মী শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “পুলিশ স্মারক দিবসে আমাদের পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় এবং প্রয়োজনে অন্যকে সাহায্য করার যে উদ্যোগ নেন, আমি তার প্রশংসা করি। কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলকে আমি শ্রদ্ধা জানাই”।
On Police Commemoration Day, I would like to acknowledge the outstanding efforts by our police forces in preserving law and order, and assisting others in times of need. I pay homage to all those police personnel who lost their lives in the line of duty. pic.twitter.com/DqWNskwZqh
— Narendra Modi (@narendramodi) October 21, 2021