ডঃ বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“পূজনীয় বাবাসাহেব ভারতীয় সংবিধানের রূপকার তো ছিলেনই, এর পাশাপাশি তিনি ছিলেন সামাজিক সমন্বয়ের চিরস্মরণীয় বার্তাবহ। তিনি তাঁর সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন। আজ তাঁর মহাপরিনির্বাণ দিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই।”
पूज्य बाबासाहेब भारतीय संविधान के शिल्पकार होने के साथ-साथ सामाजिक समरसता के अमर पुरोधा थे, जिन्होंने शोषितों और वंचितों के कल्याण के लिए अपना जीवन समर्पित कर दिया। आज उनके महापरिनिर्वाण दिवस पर उन्हें मेरा सादर नमन।
— Narendra Modi (@narendramodi) December 6, 2023