প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দুদিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন । কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধানের সফরকালে এই প্রথম কেউ বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা জানালেন । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ঘটনার স্মরণে সমাধিস্থল প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপণ করেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন ।
প্রধানমন্ত্রী শ্রী মোদী সমাধিস্থল প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য ভিজিটর বুক-এ স্বাক্ষর করেন । তিনি লেখেন – ‘বঙ্গবন্ধুর জীবন বাংলাদেশের মানুষের অধিকার, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি সংরক্ষণ এবং তাদের পরিচয়ের জন্য স্বাধীনতা সংগ্রামের প্রতীক’ ।