প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কোউইন গ্লোবাল কনক্লেভে ভাষণ দিয়েছেন। কোভিড-১৯ মহামারী প্রতিহত করতে কোউইন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ ভারত সারা পৃথিবীকে দিয়েছে।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতে এই মহামারীর কারণে সারা পৃথিবীতে যাঁদের জীবনাবসান হয়েছে তাঁদের নিকটজনদের সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, গত ১০০ বছর এ ধরণের কোনো মহামারীর সম্মুখীন হতে হয়নি এবং খুব শক্তিশালী হলেও কোনো দেশ এককভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেনা। শ্রী মোদী বলেছেন, ‘কোভিড-১৯ মহামারী থেকে সব চাইতে বড় যে শিক্ষা মানবজাতি পেয়েছে তা হল আমাদের একসঙ্গে কাজ করতে হবে আর একযোগে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে শিখবো এবং অন্যের সবথেকে ভাল পন্থা-পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করবো।’
I convey my sincere condolences for all the lives lost to the pandemic, in all the countries.
— PMO India (@PMOIndia) July 5, 2021
There is no parallel to such a pandemic in a hundred years.
Experience shows that no nation, however powerful that nation is, can solve a challenge like this in isolation: PM
সারা বিশ্বের সঙ্গে ভারত তার অভিজ্ঞতা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং সম্পদ ভাগ করে নিতে চায় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী পৃথিবীর বিভিন্ন দেশের পন্থা-পদ্ধতি সম্পর্কে জানতে ভারতের আগ্রহের বিষয়টিও উল্লেখ করেছেন।
এই মহামারীর মোকাবিলায় প্রযুক্তির গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সফ্টওয়্যার হল এমন একটি বিষয় যেখানে আমাদের সম্পদের ঘাটতির কোনো সমস্যা নেই। আর তাই কোভিড সংক্রমিতদের সংস্পর্শে কেউ আসলে তাকে শনাক্ত করার জন্য ওপেন সোর্স অ্যাপ দ্রুত উদ্ভাবন করা হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে যা অত্যন্ত সুবিধাজনক। প্রধানমন্ত্রী বলেছেন, ২০ কোটি মানুষ আরোগ্য সেতু অ্যাপটি ব্যবহার করছেন। যেকোন ডেভেলপার সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। যেহেতু এটি ভারতে ব্যবহৃত হয়েছে তাই এর গতি এবং কাজের ধারা যথাযথভাবে পরীক্ষিত বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।
Right from the beginning of the pandemic, India has been committed to sharing all our experiences, expertise and resources with the global community in this battle.
— PMO India (@PMOIndia) July 5, 2021
Despite all our constraints, we have tried to share as much as possible with the world: PM @narendramodi
Technology is integral to our fight against COVID-19.
— PMO India (@PMOIndia) July 5, 2021
Luckily, software is one area in which there are no resource constraints.
That's why we made our Covid tracing and tracking App open source as soon as it was technically feasible: PM @narendramodi
শ্রী মোদী বলেছেন, মহামারী থেকে মানবজাতিকে রক্ষা করতে গেলে টিকাকরণ সব থেকে ভালো পন্থা। ভারত সিদ্ধান্ত নিয়েছিল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে টিকাকরণের কৌশল নির্ধারণ করতে হবে। এর ফলে মহামারী পরবর্তী সময়ে পৃথিবী যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তার জন্য টিকা নেওয়ার প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। এ সংক্রান্ত প্রামান্য নথি নিরাপদ, সুরক্ষিত ও ভরসাযোগ্য হতে হবে, প্রত্যেককে সেই তথ্যটি রাখতে হবে যে তিনি কোথায় কার কাছ থেকে টিকা নিয়েছেন। টিকার ডোজের যাতে অপচয় না হয় এবং কাদের কাদের ডোজ দেওয়া হচ্ছে সে সংক্রান্ত তথ্য ভারতে ডিজিটাল প্রক্রিয়ায় সঞ্চয় করে রাখা হচ্ছে।
Vaccination is the best hope for humanity to emerge successfully from the pandemic.
— PMO India (@PMOIndia) July 5, 2021
And right from the beginning, we in India decided to adopt a completely digital approach while planning our vaccination strategy: PM @narendramodi
সারা বিশ্বকে এক পরিবার হিসেবে ভাবনার ভারতীয় দর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন কোভিড টিকাকরণ প্ল্যাটফর্ম কোউইনের উদ্ভাবন তাই ওপেন সোর্স পদ্ধতিতে করা হয়েছে। পৃথিবীর যেকোন দেশ এটি ব্যবহার করতে পারবে।
Indian civilization considers the whole world as one family.
— PMO India (@PMOIndia) July 5, 2021
This pandemic has made many people realize the fundamental truth of this philosophy.
That's why, our technology platform for Covid vaccination - the platform we call CoWin- is being prepared to be made open source: PM
শ্রী মোদী বলেছেন, আজকের আলোচনাচক্র কোউইনকে সারা পৃথিবীর কাছে পরিচিত করার প্রথম ধাপ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত ৩৫ কোটি টিকার ডোজ দিয়েছে। দিন কয়েক আগে ভারতে একদিনে ৯০ লক্ষ মানুষ টিকা পয়েছেন। টিকা সংক্রান্ত প্রামান্য নথির জন্য সব জায়গায় এক টুকরো কাগজ নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। এ সংক্রান্ত সব তথ্য ডিজিটাল ফরম্যাটে রয়েছে। আর সবথেকে ভালো বিষয় হল যে কেউ এই সফ্টওয়্যারটি তার স্থানীয় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। তার বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আশা করেছেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হবে। ‘এক বিশ্ব এক স্বাস্থ্য ব্যবস্থা’ ভাবনায় মানবজাতি এই মহামারীকে নিশ্চিতভাবে প্রতিহত করবে।