প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেইরো’তে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মাননীয় স্যর কেইর স্টারমেরের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে এটি ছিল প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী স্টারমের'কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী স্টারমেরও শ্রী মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে দুই নেতাই সন্তোষ প্রকাশ করেন। কৌশলগত অংশীদারিত্ব সহ আর্থিক, বাণিজ্যিক, নতুন প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন, মানুষে মানুষে যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মত বিনিময় করেন। তাঁদের আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও। অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে দ্রুত আলাপ-আলোচনা শুরু করার ব্যাপারে তাঁদের মধ্যে কথা হয়।
প্রধানমন্ত্রী মোদী যুক্তরাজ্যের বেলফাস্ট ও ম্যাঞ্চেস্টারে ভারতের দুটি নতুন দূতাবাস চালুর কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানান মিঃ স্টারমের। ভারত-যুক্তরাজ্য সর্বাত্মক অংশীদারিত্ব সহ বিভিন্ন কাজের দ্রুত রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রী এবং পদস্থ আধিকারিকদের নির্দেশ দেন দুই নেতা। সেইসঙ্গে, নিয়মিত কথাবার্তা এবং আলোচনার উপরও জোর দেন তাঁরা।
Had an extremely productive meeting with Prime Minister Keir Starmer in Rio de Janeiro. For India, the Comprehensive Strategic Partnership with the UK is of immense priority. In the coming years, we are eager to work closely in areas such as technology, green energy, security,… pic.twitter.com/eJk6hBnDJl
— Narendra Modi (@narendramodi) November 18, 2024