প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুজরাটের গান্ধীনগরে মাইক্রন টেকনোলজির প্রেসিডেন্ট ও মুখ্য কার্য নির্বাহী আধিকারিক সঞ্জয় মেহরোত্রা দেখা করেছেন। তাঁরা ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের পরিবেশ গড়ে তুলতে মাইক্রন টেকনোলজির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ট্যুইট করা হয়েছে;
“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মাইক্রোটেক-এর প্রেসিডেন্ট ও সিইও সঞ্জয় মেহরোত্রা গান্ধীনগরে দেখা করেছেন। তাঁরা ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের পরিবেশ গড়ে তুলতে মাইক্রন টেকনোলজির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।”
Mr. Sanjay Mehrotra, President and CEO of @MicronTech, met PM @narendramodi in Gandhinagar. They discussed Micron Technology's plans to bolster the semiconductor manufacturing ecosystem within India. pic.twitter.com/JxLDsul2s0
— PMO India (@PMOIndia) July 28, 2023