পোল্যান্ডের নামী তথ্যপ্রযুক্তি সংস্থা বিলেনিয়াম প্রাইভেট লিমিটেড-এর সিইও শ্রী গাওয়েল লোপিন্সকি-র সঙ্গে আজ সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতের পুণেতেও এই তথ্যপ্রযুক্তি সংস্থার একটি কার্যালয় রয়েছে।
শ্রী লোপিন্সকি-র সঙ্গে আলোচনাকালে ভারতের বিনিয়োগ অনুকূল পরিবেশ সম্পর্কে একটি সার্বিক চিত্র তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অগ্রগতি ও সাফল্য সম্পর্কেও তিনি আজ অবহিত করেন শ্রী লোপিন্সকি-কে।
ভবিষ্যতে এই তথ্যপ্রযুক্তি সংস্থার সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কেও জানার আগ্রহ প্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্রগুলিতে ভারত ও পোল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার যে বিস্তৃত সুযোগ-সুবিধা রয়েছে, সেকথাও আজ তিনি ব্যাখ্যা করেন শ্রী পোলিন্সকি-র কাছে। বিশেষত, কৃত্রিম মেধাশক্তি, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ভারতের ক্রম-অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী তাঁকে অবহিত করেন।
শ্রী লোপিন্সকি-কে শ্রী মোদী আশ্বাস দেন যে ভারতে বিলেনিয়াম প্রাইভেট লিমিটেড সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাজে সহযোগিতা করতে ভারত সর্বদাই অঙ্গীকারবদ্ধ। কারণ, সেখানে রয়েছে এখন বাণিজ্যিক কাজকর্ম সহজ করে তোলা এবং বিনিয়োগের উপযোগী এক অনুকূল পরিবেশ ও পরিস্থিতি।