প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হন হাই প্রযুক্তি গোষ্ঠী- (ফক্সকন)-এর চেয়ারম্যান মিঃ ইয়ং লিউ-এর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন। ভারতের প্রযুক্তি এবং উদ্ভাবনী পরিমন্ডল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর তাদের আলোচনা হয়েছে।
হাই প্রযুক্তি গোষ্ঠী- (ফক্সকন)-এর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“মিঃ ইয়ং লিউ-এর সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে। ভারতের প্রযুক্তি এবং উদ্ভাবনী পরিমন্ডল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর আমাদের আলোচনা হয়েছে।”
Had a good meeting with Mr. Young Liu. Our discussions covered various topics aimed at enhancing India’s tech and innovation eco-system. https://t.co/a2hgQtKvjG
— Narendra Modi (@narendramodi) March 1, 2023