Always a delight to meet @DrTedros and exchange notes on further strengthening the health sector. He always cherishes the influence of Indian teachers on his life. And today, he got a lot of praise for his Gujarati skills too! @WHO pic.twitter.com/ygCQvuClkX
— Narendra Modi (@narendramodi) April 19, 2022
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মহানির্দেশক ডাঃ টেড্রোস ঘেব্রেইসাসের সঙ্গে দেখা করেছেন। এর আগে হু-এর গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছিল।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“ডাঃ টেড্রোসের সঙ্গে দেখা হওয়া এবং স্বাস্থ্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময়ের সুযোগ পাওয়া সবসময়েই খুব আনন্দের। তিনি সর্বদাই তার জীবনে ভারতীয় শিক্ষকদের প্রভাবের কথা বলেন। আজ তিনি তার গুজরাটিতে দক্ষতার জন্যও অনেক প্রশংসা পেয়েছেন!”
Login or Register to add your comment
PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India
Prime Minister Shri Narendra Modi will attend the Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India (CBCI) at the CBCI Centre premises, New Delhi at 6:30 PM on 23rd December.
Prime Minister will interact with key leaders from the Christian community, including Cardinals, Bishops and prominent lay leaders of the Church.
This is the first time a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India.
Catholic Bishops' Conference of India (CBCI) was established in 1944 and is the body which works closest with all the Catholics across India.