শ্রদ্ধেয় পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ভ্যাটিক্যানে অ্যাপোস্টোলিক প্যালেসে স্বাগত জানান।
দুই দশক পরে এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ও পোপের সাক্ষাৎ হল। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী ২০০০ সালের জুন মাসে ভ্যাটিক্যান সফরকালে পোপ জন পল ২ এর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত এবং পবিত্র সমুদ্রের মধ্যে ১৯৪৮ সালে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় এবং সৌহার্দ্যর এক সম্পর্ক বজায় রয়েছে। জনসংখ্যার নিরিখে এশিয়া মহাদেশে ক্যাথলিকদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল ভারত।
সাক্ষাতের সময় দুই নেতা কোভিড-১৯ পরিস্থিতি এবং জনসাধারণের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনও স্থান পেয়েছে। জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ভারতের উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ এবং সফলভাবে কোভিড -১৯ এর ১০০ কোটি টিকার ডোজ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী পোপকে জানান। মহামারীর সময়ে বিভিন্ন রাষ্ট্রকে সাহায্য করার ভারতের উদ্যোগকে পোপ প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী পবিত্র পোপ ফ্রান্সিসকে ভারতে শীঘ্র আসার জন্য আমন্ত্রণ জানান। পোপ সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্র প্যারোলিনের সঙ্গেও সাক্ষাৎ করেন।
Had a very warm meeting with Pope Francis. I had the opportunity to discuss a wide range of issues with him and also invited him to visit India. @Pontifex pic.twitter.com/QP0If1uJAC
— Narendra Modi (@narendramodi) October 30, 2021