প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফক্সকনের চেয়ারম্যান মিঃ ইয়ং লিউ – এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ফক্সকনের চেয়ারম্যান মিঃ ইয়ং লিউ-এর সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। ভারতে সেমিকন্ডাক্টর সহ বৈদ্যুতিন ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিষয়ে তাঁদের পরিকল্পনাকে আমি স্বাগত জানাই। নেট জিরো নির্গমনের ক্ষেত্রে ই-যানবাহন নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।
Glad to meet Mr. Young Liu, Chairman, Foxconn. I welcome their plans for expanding electronics manufacturing capacity in India, including in semiconductors. Our push for EV manufacturing is in line with our commitment of Net Zero Emission. pic.twitter.com/sC1AoGWn9c
— Narendra Modi (@narendramodi) June 23, 2022