প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানে ভাষণ দেন। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী এবং যোগাভ্যাসে অংশ নেন।
এই অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ ও সাধনার ভূমি জম্মু-কাশ্মীরে উপস্থিত হতে পেরে তাঁর সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে আজ যোগ ব্যায়ামের এক অভূতপূর্ব শক্তি ও অভিজ্ঞতা অনুভব করা যাচ্ছে।’ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনি সমগ্র জনগণ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যাঁরা যোগাভ্যাসে অংশ নিয়েছেন, তাঁদের অভিনন্দন জানান।
দশম আন্তর্জাতিক যোগ দিবসের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রসংঘে ভারতের প্রস্তাবে সম্মতি জানিয়েছে রেকর্ড সংখ্যক ১৭৭টি দেশ। তিনি বলেন, ২০১৫ সালে দিল্লির কর্তব্য পথে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে রেকর্ড ৩৫,০০০ মানুষ অংশ নেন। গত বছর রাষ্ট্রসংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় ১৩০টি দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। আয়ুষ মন্ত্রক বিশ্বের ১০০টির বেশি প্রতিষ্ঠান ও বিদেশী ১০টি প্রতিষ্ঠানকে যোগা শংসাপত্র পর্ষদের স্বীকৃতি প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমগ্র বিশ্বে নিয়মিত যোগাভ্যাস করা জনগণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে এর প্রতি আকর্ষণ। যোগ ব্যায়ামের উপযোগিতা স্বীকার করে নিয়েছেন মানুষ। তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব নেতারাই আমার সঙ্গে তাঁদের আলোচনার সময় যোগ ব্যায়াম সম্পর্কে উৎসাহ প্রকাশ করেছেন।’ বিশ্বের প্রত্যেক প্রান্তেই যোগ ব্যায়াম এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সমগ্র বিশ্বে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতি আলোকপাত করে প্রধানমন্ত্রী ২০১৫ সালে তাঁর তুর্কমেনিস্তান সফরের সময় সেদেশের যোগা সেন্টার উদ্বোধনের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের যোগ ব্যায়াম এখন সমগ্র বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। শ্রী মোদী আরও বলেন, তুর্কমেনিস্তানের চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলি যোগ থেরাপিকে তাদের চিকিৎসা মাধ্যমের অঙ্গ করে নিয়েছে। সৌদি আরব পাঠ্য ব্যবস্থার অংশ করেছে যোগ ব্যয়ামকে। অন্যদিকে মঙ্গোলিয়ান যোগা ফাউন্ডেশন যোগ ব্যায়ামের বিভিন্ন স্কুল চালাচ্ছে। ইউরোপে যোগার গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১.৫ কোটির বেশি জার্মান নাগরিক যোগাভ্যাস করেন। তিনি এ বছর ১০১ বছর বয়সী ফরাসী শিক্ষককে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করেন। ওই যোগ প্রশিক্ষক একবারও ভারত সফর করেননি, তবু তিনি যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত। যোগ বর্তমানে গবেষণার বিষয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই নিয়ে বহু গবেষণাপত্র নিয়মিত প্রকাশিত হচ্ছে।
বিগত ১০ বছরে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান প্রসার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যোগা বর্তমানে এক নতুন অর্থনীতির সৃষ্টি করছে। যোগ ব্যায়ামের জন্য বিমান বন্দর ও হোটেলগুলিতে যে সুবিধা থাকে, সেকথাও উল্লেখ করেন তিনি। এ সব কিছু যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ‘নিজের জন্য এবং সমাজর জন্য যোগ ব্যায়াম’ এর প্রতি আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সুস্থিতির জন্য যোগাভ্যাসকে বর্তমানে এক শক্তিশালী রূপ হিসেবে মান্যতা দেওয়া হয়। যোগ আমাদের অতীতের বোঝা ত্যাগ করে বর্তমানে জীবন-যাপন করতে সাহায্য করে। আমাদের আশেপাশে উন্নতি হলেই আমাদের উন্নতি, এই সদর্থক ভাবনাও তৈরি করে।
যোগ ব্যায়ামের বৈজ্ঞানিক ভিত্তির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মনঃসংযোগের ক্ষমতা অত্যন্ত বেশি। তাই সেনাবাহিনী থেকে ক্রীড়াক্ষেত্র সর্বত্রই মনঃসংযোগ বাড়াতে যোগ ব্যায়ামকে বিশেষভাবে গ্রহণ করা হচ্ছে। এমনকি মহাকাশ বিজ্ঞানীরাও যোগ প্রশিক্ষণ নিচ্ছেন ও ধ্যান করছেন। সংশোধনাগারগুলিতে সদর্থক মনোভাব তৈরিতে যোগাভ্যাস করানো হয়। ‘সমাজের সদর্থক পরিবর্তন আনতে যোগ ব্যায়াম নতুন পথও প্রদর্শন করছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শ্রী মোদী বলেন, যোগ ব্যায়াম আমাদের জীবন-যাপনে সদর্থক প্রভাব তৈরিতে সহায়ক। যোগ ব্যায়ামের প্রতি জম্মু-কাশ্মীরের জনগণের বিশেষ করে শ্রীনগরের বাসিন্দারে উৎসাহের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে এই অঞ্চলে পর্যটনে গতি এসেছে। বৃষ্টি উপেক্ষা করে জনগণ যেভাবে তাঁদের সমর্থন জানাতে বাড়ি থেকে বেড়িয়ে এসেছেন, তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে যোগ ব্যায়ামের অনুষ্ঠানে ৫০,০০০-৬০,০০০ জনগণের সমাবেশ অত্যন্ত বিপুল।’ প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শেষ সব রকম সমর্থনের জন্য জম্মু-কাশ্মীরবাসীকে ধন্যবাদ জানান ও সমগ্র বিশ্বে যোগাভ্যাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভেচ্ছা জানান।
প্রেক্ষাপট
দশম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২০২৪ সালের ২১ জুন প্রধানমন্ত্রী নেতৃত্বে শ্রীনগরের এসকেআইসিসি-তে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হয়। স্বাস্থ্য রক্ষায় যোগ ব্যায়ামের উপযোগীতা সম্পর্কে সচেতনা বাড়াতেই দিনটি পালন করা হয়।
২০১৫ সাল থেকে প্রধানমন্ত্রী নেতৃত্বে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হয়। এর মধ্যে রয়েছে, দিল্লির কর্তব্য পথ, চণ্ডীগড়, দেরাদুন, রাঁচি, লক্ষ্ণৌ, মাইশুরু এবং নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তর।
এ বছরের মূল ভাবনা নিজের ও সমাজের জন্য যোগ ব্যায়াম। ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের জন্য যোগ ব্যায়ামের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করে। গ্রামীণ এলাকায় যোগ ব্যায়ামের প্রসারে তৃণমূল স্তরের অংশগ্রহণ এই কর্মসূচিকে উজ্জীবিত করবে।
Click here to read full text speech
The number of people practising yoga is growing worldwide. pic.twitter.com/3Iezxq0XdB
— PMO India (@PMOIndia) June 21, 2024
Yoga – A powerful agent of global good. pic.twitter.com/P0ktMQi0XE
— PMO India (@PMOIndia) June 21, 2024
Yoga helps us live in the present moment, without baggage of the past. pic.twitter.com/ExCk1KUDt4
— PMO India (@PMOIndia) June 21, 2024
Yoga helps us realise that our welfare is related to the welfare of the world around us. pic.twitter.com/YtYApIc3Tu
— PMO India (@PMOIndia) June 21, 2024
योग केवल एक विधा नहीं है, बल्कि एक विज्ञान भी है। pic.twitter.com/yX64waQmj9
— PMO India (@PMOIndia) June 21, 2024