ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপরি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো সফর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘প্রথম দফার নাগপুর মেট্রো’ জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। খাপরি মেট্রো স্টেশন থেকে দ্বিতীয় দফার নাগপুর মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী খাপরি থেকে অটোমোটিভ স্কোয়ার এবং প্রজাপতি নগর থেকে লোকমান্য নগর পর্যন্ত দুটি ট্রেনের যাত্রা সূচনা করেন। নাগপুর মেট্রোর প্রথম দফার কাজ সম্পন্ন হয়েছে ৮ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে। দ্বিতীয় দফার মেট্রো প্রকল্প রূপায়ণে ব্যয় ধার্য হয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকারও বেশি।

প্রধানমন্ত্রী নাগপুরে ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে মেট্রো সফর করে খাপরি মেট্রো স্টেশনে পৌঁছান। ফ্রিডম পার্ক মেট্রো স্টেশনে সওয়ার হওয়ার আগে প্রধানমন্ত্রী নাগপুর মেট্রো রেল প্রকল্প ঘুরে দেখেন। প্রত্যক্ষ করেন ‘স্বপ্নো সে বেহেতর’ প্রদর্শনীটিও। প্রধানমন্ত্রী নিজের জন্য এএফসি গেটের একটি ই-টিকিট ক্রয় করেন এবং পড়ুয়া, সাধারণ নাগরিক ও আধিকারিকদের সঙ্গে মেট্রো সফর করেন। যাত্রাকালে তিনি তাঁদের সঙ্গে আলাপচারিতাতেও অংশ নেন।

প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন, “নাগপুর মেট্রোর প্রথম দফার উদ্বোধন হওয়ায় আমি নাগপুরবাসীকে অভিনন্দন জানাই। আমি দুটি মেট্রোর যাত্রার সূচনা করলাম এবং সেই সঙ্গে মেট্রো সফরও করলাম। মেট্রো আরামদায়ক ও সুবিধাজনক।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটে বলা হয়েছে, “সফরকালে নাগপুর মেট্রোতে প্রধানমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এছাড়াও, স্টার্টআপ ক্ষেত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন”।

 

 

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 নভেম্বর 2024
November 21, 2024

PM Modi's International Accolades: A Reflection of India's Growing Influence on the World Stage