Inaugurates Pune Metro section of District Court to Swargate
Dedicates to nation Bidkin Industrial Area
Inaugurates Solapur Airport
Lays foundation stone for Memorial for Krantijyoti Savitribai Phule’s First Girls’ School at Bhidewada
“Launch of various projects in Maharashtra will give boost to urban development and significantly add to ‘Ease of Living’ for people”
“We are moving at a fast pace in the direction of our dream of increasing Ease of Living in Pune city”
“Work of upgrading the airport has been completed to provide direct air-connectivity to Solapur”
“India should be modern, India should be modernized but it should be based on our fundamental values”
“Great personalities like Savitribai Phule opened the doors of education that were closed for daughters”

আজ ভিডিয়ো কনফারেন্সের এক মঞ্চে মহারাষ্ট্রের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি কয়েকটি প্রকল্প আবার উৎসর্গ করেন জাতির উদ্দেশেও। এই প্রকল্পগুলির রূপায়ণে সরকারি বিনিয়োগের মাত্রা দাঁড়াবে ১১,২০০ কোটি টাকারও বেশি। এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে মহারাষ্ট্রের প্রয়োজন আরও বড় ধরনের লক্ষ্য স্থির করা। এজন্য সংশ্লিষ্ট সকলকেই সংঘবদ্ধ হতে হবে। পুণের মতো শহরগুলিকে অগ্রগতি ও নগরোন্নয়নের বিশেষ বিশেষ কেন্দ্র রূপে গড়ে তোলা উচিত বলে তিনি মন্তব্য করেন। পুণের ওপর জনসংখ্যার অত্যধিক চাপ পড়ায় এই শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। এজন্য উন্নয়নের লক্ষ্যে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে শ্রী মোদী বলেন, মহারাষ্ট্রের বর্তমান সরকার পুণের সরকারি পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার ওপর জোর দিয়েছে। এই শহরের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার দিকেও জোর দিয়েছে রাজ্য সরকার। 

প্রধানমন্ত্রী আজ জেলা আদালত থেকে স্বরগেট পর্যন্ত পুণে মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের একটি সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা আদালত থেকে স্বরগেট পর্যন্ত লাইনটির কাজ সম্পূর্ণ করতে ব্যয় হয়েছে ১,৮১০ কোটি টাকা। মেট্রো প্রকল্পের এই অংশটি পুরোপুরি মাটির তলা বরাবর বিস্তৃত। এছাড়াও পুণে মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ে স্বরগেট থেকে কাটরাজ পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পটির তিনি আজ শিলান্যাস করেন। এজন্য ব্যয়ের মাত্রা ধরা হয়েছে ২,৯৫৫ কোটি টাকা। ভূগর্ভস্থ এই প্রকল্পটি ৫.৪৬ কিলোমিটার দৈর্ঘ্য বরাবর নির্মিত হবে। যাত্রাপথে থাকবে মার্কেট ইয়ার্ড, পদ্মাবতী এবং কাটরাজ নামে তিনটি স্টেশন। 

 

কেন্দ্রীয় সরকারের জাতীয় শিল্প করিডর উন্নয়ন কর্মসূচির আওতায় ৭,৮৫৫ একর এলাকা জুড়ে বিস্তৃত বিড়কিন শিল্পাঞ্চলটি উৎসর্গ করেন জাতির উদ্দেশে। এই অঞ্চলটি রাজ্যের ছত্রপতি সম্বাজিনগরের ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই প্রকল্পটির জন্য সরকারি ভাবে অনুমোদিত হয়েছে ৬,৪০০ কোটি টাকা। তিনটি ভিন্ন ভিন্ন পর্যায়ে এই প্রকল্পটি রূপায়িত হবে। 

 

প্রধানমন্ত্রী এদিন সোলাপুর বিমান বন্দরটিরও উদ্বোধন করেন। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের সঙ্গে সোলাপুরের যোগাযোগ আরও উন্নত হয়ে উঠবে। বিশেষত পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সোলাপুর বিমান বন্দরটি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। এখানকার টার্মিনাল বিল্ডিংটিও আরও নতুন করে গড়ে তোলা হয়েছে। এর ফলে, বছরে ৪ লক্ষ ১০ হাজারের মতো বিমানযাত্রী এটি ব্যবহার করতে পারবেন। 

প্রধানমন্ত্রী আজ ক্রান্তি জ্যোতি সাবিত্রীবাই ফুলের প্রথম বালিকা বিদ্যালয়ের একটি স্মারক ভবন নির্মাণের শিলান্যাস করেন। এটি অবস্থিত ভিদেনওয়াড়ায়। 

 

প্রধানমন্ত্রী আজ তাঁর ভাষণে উল্লেখ করেন যে, জাতির সার্বিক উন্নয়নে মহারাষ্ট্র এক বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। বিকশিত মহারাষ্ট্র তথা বিকশিত ভারত গঠনের লক্ষ্যে সংকল্প পূরণের পথে সকলে মিলে এগিয়ে যাওয়া সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

 

আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী সি পি রাধাকৃষ্ণাণ, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রীদ্বয় শ্রী দেবেন্দ্র ফড়নবিস ও শ্রী অজিত পাওয়ার। 

 

আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী সি পি রাধাকৃষ্ণাণ, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রীদ্বয় শ্রী দেবেন্দ্র ফড়নবিস ও শ্রী অজিত পাওয়ার। 

 

Click here to read full text speech

 

 

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Mann Ki Baat: Who are Kari Kashyap and Punem Sanna? PM Modi was impressed by their story of struggle, narrated the story in Mann Ki Baat

Media Coverage

Mann Ki Baat: Who are Kari Kashyap and Punem Sanna? PM Modi was impressed by their story of struggle, narrated the story in Mann Ki Baat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 ডিসেম্বর 2024
December 30, 2024

Citizens Appreciate PM Modis efforts to ensure India is on the path towards Viksit Bharat