প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগে ৭,২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করেন। রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ এবং বর্জ্য জল শোধনের মতো ক্ষেত্রের সঙ্গে এইসব প্রকল্প যুক্ত।
এই উপলক্ষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ২১ শতকে ভারতের দ্রুত অগ্রগতি এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে তরুণ, মহিলা, কৃষক এবং গরিবদের ক্ষমতায়নে তাঁর সরকারের অগ্রাধিকারের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ২৫ কোটি মানুষকে দারিদ্রের কবল থেকে মুক্ত করার মধ্য দিয়েই সরকারের নীতির যথার্থতা প্রমাণিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আজ পশ্চিমবঙ্গে ৭,০০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের যে সব প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সেগুলি রেল, বন্দর, পেট্রোলিয়াম এবং জলশক্তির সঙ্গে যুক্ত। তিনি বলেন, দেশের অন্য অংশের মতই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রেলের আধুনিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঝাড়গ্রাম-সালগাঝরির মধ্যে তৃতীয় রেললাইন যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি পর্যটন এবং শিল্পের বিকাশেও সহায়ক হবে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো মজবুত করার ক্ষেত্রে ১ হাজার কোটি টাকার বেশি অর্থমূল্যে তিনটি প্রকল্পের কথা উল্লেখ করেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য কীভাবে রক্ষা করতে হয়, তা ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।” এ প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের ৫১৮ কিমি দীর্ঘ হলদিয়া-বারাউনি অশোধিত তেল পাইপলাইনের কথা উল্লেখ করেন তিনি। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ – এই চারটি রাজ্যের মধ্যে দিয়ে তিনটি শোধনাগারের মাধ্যমে অশোধিত তেল সরবরাহের কাজে এই পাইপলাইনকে ব্যবহার করা হবে। এর ফলে, পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থেরও সাশ্রয় হবে। শ্রী মোদী বলেন, এলপিজি বটলিং প্ল্যান্টের মাধ্যমে ৭টি জেলা উপকৃত হবে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের চাহিদা মেটাবে। নিকাশি প্ল্যান্টের মাধ্যমেও বিভিন্ন জেলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।
শ্রী মোদী বলেন, পরিকাঠামো প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের নানা দিক খুলে যাবে। চলতি বছরে পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে ১৩ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বরাদ্দ হল, ২০১৪ সালের আগের তিনগুণ। তিনি বলেন, সরকার রেললাইনের বৈদ্যুতিকীকরণ, যাত্রীদের জন্য সুযোগ-সুবিধার উন্নতি এবং রেল স্টেশনগুলির পুনরুন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। গত ১০ বছরে বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে ৩ হাজার কিলোমিটারের বেশি রেললাইনের বৈদ্যুতিকীকরণ করা হয়েছে, প্রায় ১০০টি রেল স্টেশনে পুনরুন্নয়ন করা হচ্ছে। সেইসঙ্গে ১৫০টিরও বেশি নতুন ট্রেন এবং ৫টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালুর কথা উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের সংকল্প বাস্তবায়িত করা হবে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য তিনি রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
21वीं सदी का भारत तेज गति से आगे बढ़ रहा है।
— PMO India (@PMOIndia) March 1, 2024
हम सभी ने मिलकर 2047 तक विकसित भारत बनाने का लक्ष्य तय किया है: PM @narendramodi pic.twitter.com/7XWbTmIqKw
हमारा प्रयास है कि पश्चिम बंगाल में रेलवे का आधुनिकीकरण उसी रफ्तार से हो, जैसे देश के दूसरे हिस्सों में हो रहा है: PM @narendramodi pic.twitter.com/sNW5La8Qhf
— PMO India (@PMOIndia) March 1, 2024
भारत ने दुनिया को दिखाया कि पर्यावरण के साथ तालमेल बिठाकर विकास कैसे किया जा सकता है: PM @narendramodi pic.twitter.com/kJXrEkmbNl
— PMO India (@PMOIndia) March 1, 2024