প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের স্বাধীনতা ঘোষণার খবর সম্বলিত ৭৫ বছরের পুরনো সংবাদপত্র ট্যুইট করায় ডঃ এইচ.ভি. হান্ডের আবেগ ও উৎসাহের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ডঃ এইচ.ভি. হান্ডেজির মতো যেসব মানুষ দেশ গঠনে তাঁদের জীবন অতিবাহিত করেছেন তাঁরা সর্বদাই স্মরণে থাকবেন।
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ডঃ এইচ.ভি. হান্ডের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করেন।
“ডঃ এইচ.ভি. হান্ডেজির মতো যেসব মানুষ দেশ গঠনে তাঁদের জীবন অতিবাহিত করেছেন তাঁরা সর্বদাই স্মরণে থাকবেন। তাঁর আবেগ ও উৎসাহ দেখে আমি আনন্দিত @DrHVHande1”।
People like Dr. HV Hande Ji are remarkable individuals who have given their life towards nation building. Glad to see his vigour and passion. @DrHVHande1 https://t.co/yXmNFHtK5y
— Narendra Modi (@narendramodi) August 14, 2022